No products in the cart.

bongoDev প্লাটফর্মটিতে স্বাগতম। অনুগ্রহ করে নিচের নিয়ম কানুন গুলো ভালো ভাবে পড়ে নিবেন এবং আমরা ধরেই নিচ্ছি আপনি এই ওয়েবসাইট ব্যবহারের সকল শর্তাবলি মেনে ওয়েবসাইটটি ব্যবহার করছেন:

 

লগইন/প্রোফাইল তথ্য

আপনার লগইন ক্রেডেনটিয়ালস – ইউজারনেম ও পাসওয়ার্ড শুধুমাত্র আপনার ব্যবহারের জন্য, দ্বিতীয় কোনো ব্যক্তি যেমন – ভাই/বোন/বন্ধুবান্ধব/আত্মীয়স্বজন দের সাথে শেয়ার করা যাবেনা। শেয়ার করা হলে, আপনার অ্যাকাউন্ট যেকোনো সময় বিনা নোটিশে পার্মানেন্ট ভাবে বাতিল করার অধিকার bongoDev কর্তৃপক্ষ রাখে।

কোর্সে এনরোলমেন্টের সময় বা ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের সময় সঠিক তথ্য দেয়ার জন্য অনুরোধ করছি। মিথ্যা তথ্য প্রদান করেছেন এমনটি প্রমাণিত হলে আপনার একাউন্ট সাসপেন্ড করা হতে পারে। সার্টিফিকেট ও জব রেকমেন্ডেশনে, এনরোলমেন্টের সময় যে নামটি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেটি পরবর্তীতে বেবহার করা হবে।

 

কপিরাইট এবং কন্টেন্ট ডিস্ট্রিবিউশন সতর্কতা

যে কোনো কোর্স ম্যাটেরিয়ালস যেমন – ক্লাস ভিডিও,  টেক্সট ডকুমেন্টস, অডিও এবং ছবি, ফ্রি অথবা পেইড ডিস্ট্রিবিউশন করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এ ধরনের ঘটোনা আইনত দন্ডনীয় অপরাধ এবং বাংলাদেশের আইন অনুযায়ী যথাযত ব্যবস্থা গ্রহণ করার অধিকার bongoDev রাখে। একজন সচেতন নাগরিক এনং স্টুডেন্ট হিসেবে bongoDev এর ডিজিটাল কন্টেন্টস ডিস্ট্রিবিউশন করা থেকে বিরত থাকা আপনার যথাযত দায়িত্ব এবং কর্তব্য।

bongoDev এর যেকোনো ম্যাটেরিয়ালস কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া অন্য কারও সাথে অর্থের বিনিময়ে বা বিনামূল্যে হার্ডড্রাইভ, পেনড্রাইভ, গুগল ড্রাইভ, ফেইসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, সিডি, ডিভিডি বা অন্য কোন মাধ্যমে আদান-প্রদান বা শেয়ার করা আইনত দন্ডনীয় অপরাধ। bongoDev কর্তৃপক্ষ, আইনানুগ প্রতিনিধির সহায়তায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর কপিরাইট আইন, কপিরাইট এক্ট ২০০০, কপিরাইট এক্ট ২০০৫ সংশোধন: সেকশন ৮৪, ডিজিটাল কপিরাইট আইন, ডিজিটাল সিকিউরিটি একট এবং সাইবার সিকিউরিটি আইন অনুসারে আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে।

 

আচরণ বিধিমালা

কোর্সে জাতি, ধর্ম, বর্ণ এবং নির্বিশেষে একজন বিগিনার থেকে এক্সপার্ট পর্যন্ত সবাইকে সমান ভাবে মূল্যায়ন করা হবে। কোনো শিক্ষক, সহপাঠী, গ্রুপ মেম্বার বা এডমিনদের বেপারে মন্তব্য করতে হলে সম্মানের সাথে করতে হবে। bongoDev এর সাপোর্ট চ্যাট, গ্রুপ চ্যাট, ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে যেকোন ধরনের ব্যাক্তিগত আক্রমন, হিংসাত্মক এবং রাজনৈতিক আলোচনা থেকে বিরত থাকবেন। অশালীন আচরণ কোনো ভাবেই কাম্য নয় এবং এর জন্য bongoDev কর্তৃপক্ষ আপনাকে কোর্স এবং গ্রুপ থেকে টার্মিনেট করার অধিকার রাখে।

 

পেমেন্ট এবং রিফান্ড পলিসি

bongoDev এর ওয়েবসাইট নির্দেশিত পেমেন্ট পদ্ধতি ছাড়া অন্য কোনো ব্যক্তি বা মাদ্ধমে প্রতারণার শিকার হবেন না। প্রতারিত হলে তার দায়ভার bongoDev নিবে না।

কোর্সে এনরোল করার পূর্বে ভালো ভাবে কোর্স ফি দেখে নিবেন, দরকার হলে আমাদের সাথে আগেই ফ্রি কনসাল্ট করে নিন। কোর্সে এনরোল করার পর কোর্স ফি ফেরত দেবার কোনো পলিসি আমাদের নেই।

 

বিঃ দ্রঃ bongoDev কর্তৃপক্ষ যেকোন সময় কোনরকম কারন দর্শানো ব্যতিরেকে টার্মস এবং কন্ডিশনস আপডেট করার ক্ষমতা রাখেন

 

bongoDev এ আপনার শেখা সফল এবং আনন্দময় হোক!

#iguru_soc_icon_wrap_66431e21e2226 a{ color: #ffffff; }#iguru_soc_icon_wrap_66431e21e2226 a:hover{ color: #0b9ed9; }.iguru_module_social #soc_icon_66431e21e225f1{ color: #ffffff; }.iguru_module_social #soc_icon_66431e21e225f1:hover{ color: #00bda6; }.iguru_module_social #soc_icon_66431e21e227b2{ color: #ffffff; }.iguru_module_social #soc_icon_66431e21e227b2:hover{ color: #00bda6; }